• Uncategorized

  জীবননগর উপজেলার অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার বই ও ভি জি এফের চাউল বিতরণ

    প্রতিনিধি ২৯ জুলাই ২০২০ , ৮:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

  আজ ২৯ জুলাই রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ১ নং উথলী ইউনিয়ন পরিষদ চত্বরে  অসচ্ছল , প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই তুলে দেওয়া হয়।

  প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা  পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুর রহমান হাফিজ। তিনি প্রতিবন্ধীদের হাতে ভাতার বই তুলে দেন।

  অতঃপর  উপজেলা চেয়ারম্যান উথলী ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর  ১০ কেজি করে চাউল বিতারণের উদ্বোধন করেন।

  এ সময় আরো উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ,ইউপি সদস্য বৃন্দসহ আরো অনেকে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ