• Uncategorized

  জীবননগর উথলি বাস ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষঃ

    প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ১:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ

  জীবননগর উথলীত বাস-আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়েছে।আহতে হয়েছেন একজন। আজ (২১জুলাই) দুপুর ১টার দিকে উথলী মোল্লাবাড়ি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আলমসাধুর চালক।

  তবে আলমসাধু চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা লিপি পরিবহন (পাবনা জ ১১-০০৭৮) নামের একটি বাস ও আলমসাধু একই দিক থেকে আসছিলো।

  উথলী মোল্লাবাড়ী অতিক্রমকালে হঠাৎ আলমসাধুর চালক কোনদিকে না তাকিয়ে রাস্তার ওপর গাড়ি ঘোরানোর চেষ্টা করলে সেটি বাসের সামনে চলে আসে। বাসের চালক ইমার্জেন্সি ব্রেক করলেও আলমসাধুর সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটির পিছনের চাকা ঘুরে যেয়ে রাস্তা থেকে মাটিতে নেমে যায়।

  আলমাসাধুর চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের চালক ও যাত্রীরা ঘটনাস্থল কেউকে পাওয়া যায়নি । জীবননগর থানা পুলিশ সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ