প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৯:০২:৪২ প্রিন্ট সংস্করণ
মো:রাশেদুল ইসলাম (রাশেদ)
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চুয়াডাঙ্গারর জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের চার”শ বছরের ইতিহাস সম্পর্কিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ন ভৌমিক। জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন,আন্দুলবাড়িয়া ইউনিয়নের চার”শ বছরের ইতিহাস বইটি আগামি প্রজন্মকে এ অঞ্চলের ইতিহাস। ঐতিহ্য জানতে সহায়তা করবে। বই জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। আর মাধ্যমের সাথে যুব সমাজকে অন্তর্ভুক্ত করা গেলে সাহিত্য যেমন সমৃদ্ধ হবে,তেমনি সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ প্রবনতাও কমে আসবে। সাহিত্য মানুষে মানুষে যোগসুত্র সৃষ্টি করে। সাহিত্য নিজের অস্তিত্ব সমৃদ্ধি আর বিপ্লবী করতে শেখায়। সাহিত্য সমাজের অন্যাায়,অনাচার ও অবক্ষয় রোধ করতে সহযোগীতা করে। সাহিক্য সততা আর আত্মশক্তিতে বলিয়ান করে। আজকের এই বইটি ভবিষ্যত প্রজন্মের কাছে রিসার্স পেপার হবে।
এ সময় বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জীবননগর থানার অফিসার ইনচার্জ( অপারেশন) মোল্যা সেলিম,সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন,আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মহিদুল ইসলাম মধু শেথ,সাহিত্য পরিষদের সম্পাদক আশরাফুন নাহার শোভা,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সম্পাক জাহিদুল ইসলাম মামুন,সাংবাদিক আতিয়ার রহমান,আকিমুল ইসলাস,মিথুন মাহমুদ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ মুকুর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠ করেন,ফকির আব্দুল হামিদ,আলতাব হোসেন ফেলা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,কবি,সাহিত্যিক, ব্যবসায়িক,
সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা