• Uncategorized

    জাসাস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ পাবনায় বালু সন্ত্রাসীদের মারধরের শিকার সাংবাদিক মনিরুজ্জামান

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ১২:৪৬:০৬ প্রিন্ট সংস্করণ

    গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে “পাবনায় বালু সন্ত্রাসীদের মারধরের শিকার সাংবাদিক” শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ টি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এ ঘটনায় পাবনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং পাবনার সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মন্টু বালু সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছে।

    মোঃ মনিরুজ্জামান মন্টু সহ কয়েকজন সংবাদকর্মী পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে ফেরার পথে বালু সন্ত্রাসীদের হামলার শিকার এবং ক্যামেরা ও মোবাইল ভাঙচুর সহ শারীরিক ভাবে আহত হওয়ার ঘটনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা,(জাসাস) পাবনা জেলা শাখার আহবায়ক ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক খালেদ হোসেন পরাগ ও সদস্যসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সহ সংগঠনটি গভির উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে এ ঘটনায় সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতার দাবি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ