• Uncategorized

    জার্মানি প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত জার্মান অঙ্গরাজ্য নর্দরাইন ভেস্টফালেনের জেলা জোস্ট এর এমপি নির্বাচিত  

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৬:২১ প্রিন্ট সংস্করণ

     

     

    গাজি সাইদুর রহমান-আন্তর্জাতিক  সম্পাদকঃ

    দৈনিক আলোকিত৭১সংবাদ

    বাংলাদেশ , মাদারীপুর জেলার কৃতী সন্তান মোঃ শাহাবুদ্দিন মিয়া গত ১৩ই সেপ্টেম্বর জার্মান অঙ্গরাজ্য নর্দরাইন ভেস্টফালেনের জেলা জোস্ট এর এমপি  হয়েছেন।

    তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ ছেড়ে পাড়ি দেয় জার্মানিতে। সে দেশে তিনি ব্যাবসায়ী হিসাবে পরিচিত হলেও পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন । ১৯৯৩ সালে ৮ই মে  প্রতিষ্ঠিত হওয়া জার্মানি  ভিত্তিক রাজনৈতিক দল  গ্রীন পার্টিতে সক্রিয় হন ।

    তিনি দৈনিক আলোকিত ৭১ সংবাদকে জানান , আমি অত্র এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছি ফলশ্রুতিতে তারা পুরস্কার হিসাবে আমাকে এম.পি নির্বাচন করেছে। তিনি আরো বলেন , সত্যিকারের ভোট জার্মানিতে হয়।  যা চিরন্তন সত্য। এছাড়াও তিনি জলবায়ু ও মাইগ্রেশন নিয়ে কাজ করে যাচ্ছে।

    আগামী ২০৩০ সালে দেশের কিছু অংশ পানির নিচে ডুবে যাবে যা সচেতনতার  করার  লক্ষে  বাংলাদেশে গড়েছেন  সবুজ আন্দোলন নামক পরিবেশবাদী সংগঠন। আগামী বছরে  জার্মানি ফেডারেল পার্লামেন্ট নির্বাচন করার জন্য পুরোদস্তুর প্রস্তুত। তিনি আরো জানান  মৃত্যু আগ পর্যন্ত  বাংলাদেশ ও দেশের জনগণের জন্য কাজ করতে চাই এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ