• Uncategorized

  জাগরণ আসবেই-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:১৬:৪৮ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ- জাগরণ আসবেই
  লেখকঃ শিহাব আহম্মেদ

  ৭১ এর গর্জনে আবার বিদ্রোহ হবে শহরে
  নগর বন্দর গ্রাম গঞ্জ জাগিবে প্রাণ সঞ্চারে!
  বায়ান্ন ঊনসত্তর লালন করে হৃদয় নগরে,
  বাঙালি জাঁগিবে আবার গণতন্ত্রের প্রহরে!

  আজ বিদ্রোহ হবে শহরের সব অলিগলিতে
  সব অনিয়মের বিরুদ্ধে আজ বিদ্রোহ হবে!
  স্লোগানে স্লোগানে জেগে উঠবে বিদ্রোহী সবে
  মিছিলে মিছিলে জাগরণ গঠবে মৃত মানবে!

  “বায়ান্নের চেতনায় মিছিল হবে সব শহরে
  নির্যাতিত আত্মারা জেগে উঠবে এই প্রহরে।
  গণ চিৎকারে অন্যায় অত্যাচার  ভেসে যাবে
  আবার জাগরণ উঠবে এই নগর বন্দর সবে!

  আবার কারফিউ হবে হয়তো এ ব্যস্ত গলিরমুখে
  গুলি চলবে হয়তো কোনো দেশ প্রেমিকের বুকে!
  লাঠির আঘাতে লুটিয়ে পড়বে শান্ত কোন স্বজন,
  দেশ-মায়ের মর্যাদায় জীবন দেবে হয়তো ক’জন!

  আবার বিদ্রোহ হবে ইট পাথরের এই শহরে নগরে
  গণতন্ত্র আদায় ছাড়া ফিরবেনা কেউ ঘরের ভেতরে!
  একাত্তরের গর্জন আসুক আবার অন্যায়ের বিরুদ্ধে,
  বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ি সবাই নব নিমিত্তে!

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ