প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৯:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ
মারুফ হোসেন-সদর থানা(যশোর) প্রতিনিধিঃ
আসছে আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলার উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,,,, এতো আওয়ামী এর মনোনয়ন প্রার্থী,, নুরজাহান ইসলাম নিরা,,নৌকা প্রতিক নিয়ে নির্বচনে অংশগ্রহণ করছে,,,এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বচনে অংশগ্রহণ করছে,, নূরুন নবি,,।
নির্বচনকে সামনে রেখে নেতাকর্মীরা মানুষের দারে দারে গিয়ে নির্বচনিও প্রচরনার মধ্য দিয়ে একটা উৎসব মুখের পরিবেশ তৌরি হয়েছে,,,,,নির্বচনকে সামনে নিয়ে যে কাজকর্ম গুলো থাকে,,, সেগুলোর কোনোটা এখানে ঘর্টি নেই,,, জানিয়েছে নেতা কর্মীরা,,,