প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৯:২৬:০২ প্রিন্ট সংস্করণ
নওগাঁ বদলগাছী প্রতিনিধি এনামুল কবীর এনাম।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকজালাল এলাকা থেকে গতকাল ১৬অক্টোবর রাতে শাহিন আলম নামের এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক।
জানা যায় ধামুইরহাট উপজেলার মহেষগাড়ী গ্ৰামের মোজাফফর রহমানের ছেলে শাহিন মটর সাইকেল চালিয়ে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল, জয়পুরহাট র্যাব ৫ কোম্পানি কোমান্ডার , গোপন সংবাদের ভিত্তিতে তার পিছনে ধাওয়া করে বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় আটক করার সময় দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী শাহিন আলম ২৮ এর কাছে থাকা দেশিয় অস্ত্র কুড়াল ও কায়েস্তা দিয়ে র্যাব সদস্যদের দুই জন কে এলোপাতাড়ি জখম করে। জখম হলে ও র্যাব সদস্য ০৫ শাহিন আলমের নিকট থেকে ১৮০বোতল ফেনসিডিল, একটি মটর সাইকেল, একটি কুড়াল, একটি কায়েস্তা ,ও একটি লাঠি সহ আটক করে বদলগাছী থানায় সোপর্দ করেছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রহমান রশীদ সুএে জানা যায়।