• Uncategorized

    জকিগঞ্জে নৌকার মাঝি হাজী খলিল উদ্দিন ধানের শীষে ইকবাল আহমদ তফাদার:

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ৬:২০:২৯ প্রিন্ট সংস্করণ

    জকিগঞ্জে নৌকার মাঝি হাজী খলিল উদ্দিন ধানের শীষে ইকবাল আহমদ তফাদার: সিলেটের জকিগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

    সোমবার ১১ জানুয়ারী বিকেল ৩ ঘটিকার সময় সিলেটে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।মেয়র পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।এদের মধ্যে ক্ষমতাশীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন পেয়েছেন ‘নৌকা’।

    বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ‘ধানের শীষ’।বিদ্রাহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ‘ জগ ‘।উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ ‘নারিকেল গাছ’।

    জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মালেক ফারুক পেয়েছেন ‘লাঙল’।বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা পেয়েছেন ‘চামচ’।স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান পেয়েছেন ‘মোবাইল’।স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন ‘হেঙ্গার প্রতীক’।

    এদিকে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আব্দুল জলিল (পাঞ্জাবী), আবুল কালাম (উটপাখি), মুনিম আহমদ (আনারস), ২ নং ওয়ার্ডে আব্দুস সালাম (উটপাখি), মাসুদ আহমদ (ডালিম), আব্দুশ শহীদ (পাঞ্জাবী), মস্তফা আহমদ পানির (বোতল), শংকু কান্তি শর্মা ফাইল (কেবিনেট), মো. রুহুল আমিন (টেবিল ল্যাম্প), ৩ নং ওয়ার্ডে রিপন আহমদ পানির (বোতল), আবুল কালাম (উটপাখি), ৪ নং ওয়ার্ডে মুহিবুর রহমান পানির (বোতল), শাহাব উদ্দিন শাকিল (পাঞ্জাবী), মাহবুবুর রহমান (উটপাখি), ৫ নং ওয়ার্ডে ছমির উদ্দিন (পাঞ্জাবী), কামরুজ্জামান কমরু (উটপাখি), ৬ নং ওয়ার্ডে লবিবুর রহমান (পানির বোতল), আখতারুজ্জামান রাজু (টেবিল ল্যাম্প), মোস্তাক আহমদ (ব্ল্যাকবোর্ড), দেলোয়ার হোসেন নজরুল (ডালিম), শিব্বির আহমদ উটপাখি, আলমগীর হোসেন পাঞ্জাবী, ৭ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ মাখন (ব্ল্যাকবোর্ড), আছদ্দর আলী পাঞ্জাবী, নাজু আহমদ উটপাখি, হেলাল আহমদ টেবিল ল্যাম্প, সাইদুল ইসলাম পানির বোতল, ৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন উটপাখি, এহসান আহমদ পানির বোতল, শামিম আহমদ পাঞ্জাবী, ৯ নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই উটপাখি, আমাল আহমদ পানির বোতল, হোসেন আহমদ পাঞ্জাবী প্রতীক পেয়েছেন।

    সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ওয়ার্ডে সুনন্দ শুল্কা অটোরিক্সা, জোসনা খানম আনারস, তাছনিমা আক্তার জোসনা জবাফুল, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে রোসনা আক্তার চশমা, দিলওয়ারা বেগম অটোরিক্সা, মনারা বেগম জবাফুল, জাহানারা বেগম আনারস, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে রীনা আক্তার আনারস, সালেহা বেগম চশমা প্রতীক বরাদ্দ পান উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক আগামী ৩০ জানুয়ারী উক্ত পৌরসভার নির্বাচন অনুষ্টিত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ