প্রতিনিধি ২২ অক্টোবর ২০২০ , ১২:০৬:০১ প্রিন্ট সংস্করণ
নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই ছিল ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান চঞ্চলের প্রেরণা। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছেন চঞ্চল। বর্তমানে দেশে যে দুঃসময় চলছে তাতে তার অভাব খুব অনুভব হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল এর ২২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার খুলনা মহানগর ও জেলা ছাত্রদল দিনব্যাপী কর্মসূচির অংশ দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন চঞ্চলের শূন্যতা খুব সহজে পূরণ হবার নয়।
মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমির এজাজ খান। খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুলকার নাঈমের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, রেহানা ঈসা, স.ম. আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হাসান পরাগ, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, মোল্লা কবীর হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, জসিম উদ্দিন লাবু, ইমতিয়াজ আলম বাবু, এইচ এম আসলাম, মেহেদী হাসান সোহাগ, আব্দুল আলিম, এনামুল কবির সজল, কাজি মাহমুদ, মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম বাদল, কাজি ফজলুল হক টিটু, মুন্নি জামান, ইসমত আরা কাকন, আব্দুস সালাম, লিটন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা শামীম আশরাফ, মফিজুল ইসলাম মিঠু, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, মনিমুর রহমান নয়ন, মামুনুর রহমান, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম শাকিল, শেখ মসফিকুর হাসান অভি, আরিফুর রহমান আরিফ, সাজ্জাদ হোসেন জিতু, মাহিম আহমেদ রুবেল, মাহমুদুল হাসান মুন্না, খায়রুল ইসলাম পিয়াস, হৃদয় হোসেন রিপন, রাজু আহমেদ রাজ, মশিউর রহমান তুষার, শামীম রেজা, জুয়েল রহমান, নাজিম উদ্দিন, ইমরান হোসেন, হাফিজুর রহমান সাগর, তানভীর আলম, শেখ আল হাসিব বিল্লাহ, কৃষ্ণ বিশ্বাস, ইসরাইল বাবু, ইসমাইল হোসেন খান, খালিদ বিন ওয়ালিদ, শেখ আল মামুন, মনিরুজ্জামান মনি, তুহিন ইসলাম, ইজবুর রহমান ইমুল, আলাদ হোসেন, আতাউর রহমান, আবরার হোসেন সৈকত, শরীফ মোহাম্মদ রাব্বি, রবিউল ইসলাম রবি, আবির হোসেন, হোসেনুজ্জামান হোসেন, মাহিম, সাইমন, নাঈম, সাব্বির, শাহেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ কিমিয়া সাদাত।দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল গাফফার। বাদ যোহর মরহুমের কবর জিয়ারত এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।