প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ১১:৫৪:০০ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ- ময়মনসিংহ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার গতকাল ১৮ নভেম্বর সকাল ১২ ঘটিকায় ময়মনসিংহ নগরীর বিএনপির পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
জানা গেছে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ফজলুর রহমান খোকন, সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় টিমের সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফ এলাহি রনি সহ সকল ছাত্রদলের নেতৃবৃন্দের নামে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানতে পারি, ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি এজিএস রানা এর নেতৃত্বে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক, শাব্বির হোসেন শামীমসহ ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।