প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ১:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জঃ
চেয়ারম্যান নওশেদ আলীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সেলিম ওসমান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শুক্রবার রাতে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে তিনি এ শোক প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি ব্যবসায়ীক কাজে জেলার বাহিরে অবস্থান করায় নওশেদ আলীর শেষ বিদায়কালে সামনে না থাকতে পেরে দু:খ প্রকাশ করেছেন।আবেগাপ্লুত হয়ে এমপি সেলিম ওসমান আরো বলেন, চেয়ারম্যান নওশেদ আলীর আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত।
দীর্ঘ পথ একসঙ্গে চলে সাধারণ মানষের জন্য সেবা দিতে চেষ্টা করেছি। গোগনগর ইউনিয়নের অনেক কাজ হয়েছে। তিনি একজন নিবেদিত মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জের মানুষ আরো একজন অভিভাবককে হারালাম। উনাকে আমরা ও গোগনগরবাসী সবসময়ই উনার কাজের মাধ্যমে স্মরণে রাখবে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।