• Uncategorized

  চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে ১জনের মৃত্যু

    প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৫:২২:৪০ প্রিন্ট সংস্করণ

  মোঃরাশেদুল ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গার জেলা প্রতিনিধিঃ

  দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।   বেলা ৩ টায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম (৪৫ ) হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।

  স্থানীয়রা জানান, সকালে মাছ বিক্রির জন্য আলমসাধুযোগে বাজারে যাচ্ছিলেন আনারুল। এ সময় বেলা ৩টার দিকে গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর পিছনের চাকা খুলে যায়। এতে আলমসাধু থেকে মাছের ড্রামসহ ছিটকে পড়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হন।

  তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ