প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন জীবননগর চুয়াডাঙ্গাঃ
আজ ২৩/০৯/২০২০ইং তারিখ রোজ বুধবার চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া ও দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া (ফার্মপাড়া) গ্রামের রাহেন মণ্ডলের স্ত্রী লাইলী বেগমকে (৬৫) সকাল সাড়ে ৭টার সময় আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় ১১০ (একশত দশ) বোতল ভারতীয় ফেন্সিডিল। আটককৃত লাইলী বেগমকে নিয়মিত মামলায় দর্শনা থানায় হস্তান্তর করা হয়।একই টিম পরবর্তীতে সকাল সাড়ে ৮টার সময় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর (মাদ্রাসা পাড়া) গ্রামে অভিযান চালিয়ে আমানউল্লাহর স্ত্রী ময়না বেগমকে (৪৫) আটক করে তার দখল থেকে উদ্ধার করে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা।
গাঁজাসহ আটককৃত আসামি ময়না বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।