প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ২:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ
১৫-১০-২০২০খ্রি. তারিখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ এর চার জেলার সকল পুলিশ সুপার, সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার/ সহকারি পুলিশ সুপার এবং থানার অফিসার -ইন চার্জ গনের সাথে আগামী ১৭/১০/২০২০ তারিখে অনুষ্ঠিত হবে সারা দেশে সকল বিটে নারী ধর্ষণ এবং নির্যাতন বিরোধী সমাবেশ।
এ এছাড়াও আসন্ন শারদীয় দূর্গাপুজা নিরাপত্তা বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
সভায় তিনি থানার সার্বিক কার্যক্রম মনিটরিং করার জন্য সার্কেল অতিরিক্ত পুলিসশ সুপার/ সহকারি পুলিশ সুপার দের প্রয়োজনীয় দিক- নির্দেশনা দেন। সভায় ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহসহ রেঞ্জ ডিআইজি এর অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।