প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ৩:২৬:১৮ প্রিন্ট সংস্করণ
চারজন গরু চোরকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চোরির সাথে সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার ১০ জানুয়ারি স্হানীয় উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও এলাকা থেকে গরু চোরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঝিগলি গ্রামের এখলাস মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৭), সিলেট সদর উপজেলার খুলিয়াটুলা এলাকার (নিলীমা-১৯, সিসিক) মৃত শামসুদ্দিন আলীর ছেলে মো: শহীদ আলী (৪৫)।
অপর দুইজন হচ্ছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীর গাঁও ইউপির লামা সাতাইন (বর্তমান সাং- উপর সাতাইন) এলাকার মৃত মনু মিয়ার ছেলে কালাই মিয়া (৪৫), এবং লামা সাতাইন গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আয়াত আলী (৪৫)।