• Uncategorized

    চারঘাটে ভ্রাম্যমাণ আদালত ৪ মাদকসেবীর কারাদণ্ড দিয়েছেন

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:২৩:১২ প্রিন্ট সংস্করণ

    চারঘাটে ভ্রাম্যমাণ আদালত ৪ মাদকসেবীর কারাদণ্ড দিয়েছেন

    চারঘাটে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এ সাজা দেন।

    সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের ফয়েজ উদ্দীনকে ১ বছর, চামটা গ্রামের আকবর আলীকে ৩ মাস, শলুয়া গ্রামের আব্দুর রহিমকে ১ বছর ও বাগমারা উপজেলার মচমইল গ্রামের সাগর আলীকে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবন করা অবস্থায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

    আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার সৈয়দা সামিরা আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ