• Uncategorized

    চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে গরু ব্যবসায়ী গুরুতর আহত

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    সাগর দেব নাথ-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা চান্দিনা উপজেলা সদরে ডাকাতদলের ছুরিকাঘাতে মো:হৃদয় হোসেন(২৪) নামের একজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়।ডাকাতরা তার ডান হাতে ছুরিকাঘাত করলে হাতের ৪টি রগ কেটে যায়। ডাকাতরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার ৪ শত টাকা ও ১টি মোবাইল ফোন লুট করে নেয়।

    আহত হৃদয় এর খালাত মো:সাকিল জানান গত শুক্রবার (২অষ্টোবর)  ভোর সাড়ে ৩টায় চান্দিনা উপজেলা সদরের খান বাড়ি তিন রাস্তার মোড়ে ওই ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়।পরে তাকে ঢাকায় রেফার করা হয়।

    মাতুয়াইলের ফেন্ডশিপ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন মো:হৃদয় হোসেন  শনিবার (৩অষ্টোবর) দুপুরে মুঠোফোনে জানান,শুক্রবার কুমিল্লার ময়নামতি সাহেব বাজারে গরুর গাড়ি নিয়ে আসার কথা ছিল।

    এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াজ জানান,বিষয়টি আমার জানা নেই,তবে এখনই খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ