প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৬:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ
চলছে মাধবপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ, নারী ভোটারের উপস্থিতি বেশি হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় চলছে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন ৮টা বাজার আগেই। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি। ‘এ রির্পোট লেখার আগ পর্যন্ত’ পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
মাধবপুর পৌরসভার ৯ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহন। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোন কেন্দ্রেই। প্রতিটি কেন্দ্রেই তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মাধবপুর পৌরসভায় নৌকা মার্কা নিয়ে লড়ছেন শ্রীধাম দাশগুপ্ত। প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ), গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হিরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ কুমার সাহা (নারকেল গাছ) ও বিএনপির হাবিবুর রহমান মানিক।
এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে রয়েছে। বর্তমানে এটি প্রথম শ্রেণির পৌরসভা। ভোটার রয়েছেন ১৫ হাজার ৯৮৭ জন।