• Uncategorized

    চরনে দিও ঠাঁয় প্রভু-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৬:২৬:১৬ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-চরনে দিও ঠাঁয় প্রভু
    লেখকঃ শিহাব আহম্মেদ

    নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো,
    ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো!
    বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়,
    ক্ষনিকের এই পৃথিবীতে সব করি অভিনয়!

    কবরের পথযাত্রী হয়ে  চলছি কোন ভুলে
    আমলের রোজগার নাকরে চলছি গোলে!
    এইতো  আর অল্প কিছুদূর পরেই কবর,
    সাপ বিচ্ছুর ঘরটা নিয়ে আমার নেই খবর!

    কবরের পথে রওনা করে যাচ্ছি কোনকূলে
    দুনিয়ার লোভে পড়ে আসলে গেছি সবভুলে!
    আজরাইল ডুব দিয়ে কেড়ে নেবে যে মোরে,
    ভালো মন্দের হিসাব যাবে জীবনের ডোরে!

    সকাল সন্ধ্যা সবসময় পড়ছি আয়তুলকুরসি
    পরজনমের ভয়ে দিল যেনো গেছে কুলমুরসি!
    দয়াল আল্লাহ্ নিজ করুনায় মাফ করে মোরে,
    সেই ভরসায় মালিকের চরনতলে রই যে পড়ে!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ