• Uncategorized

    চট্টগ্রামের এক ছাত্র ফেনীর (সোনাগাজীর) প্রতারেক কবলে পড়ে হারালো ৮৫০ টাকা

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৩:৪০:২৫ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রামের এক ছাত্র ফেনীর( সোনাগাজীর)প্রতারেক কবলে পড়ে হারালো ৮৫০ টাকারগত 2 জানুয়ারি C.T.G  সেল বাজারে ফেনী জেলার সোনাগাজী উপজেলার  চর চান্দিয়া গ্রামের মাসুমা খাতুন এর ছেলে ইকবাল হুসাইন একটি ডিএসএলআর বিক্রি করার জন্য অ্যাড দিয়েছিল।

    চট্টগ্রামের বোয়ালখালীর নুরুল ইসলাম নামক এব ব্যক্তি তা ক্রয় করার জন্য ইচ্ছা প্রকাশ করলে উভয় জনের মধ্যে ইনবক্সে আলাপ-আলোচনা হয় আলোচনার ( সকল আলোচনা মোবাইলে আছে) শেষ প্রান্তে ইকবাল হুসাইন নুরুল ইসলামকে বলে ডিএসএলআর এর

    মূল্য দিতে হবে 12 হাজার টাকা

    তবে শর্ত হলো অগ্রিম কুরিয়ার সার্ভিস ফি প্রদান করতে হবে ২৫০ টাকা

    এবং তার সাথে আরো কথা হয় যে একটি ব্যাগের মূল্য বাবদ অগ্রিম ৬০০ টাকা দিতে হবে মোট ৮৫০ টাকা নুরুল ইসলাম 01878614644 এ নাম্বারে নগদ পার্সনালে ৮৫০ টাকা প্রেরণ করে।যে পন্যটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

    7 তারিখ আসার কথা আজ তিনদিন যাবত তার কোন খোঁজ মেলেনি

    এবং প্রতারক ইকবাল হোসেনের

    ফেসবুক আইডি এবং তার পার্সোনাল নাম্বার

    সবকিছু বন্ধ এবং কুরিয়ার সার্ভিসে খবর নিয়ে

    এ তথ্য পাওয়া যায় যে

    ফেনীর এই নাম্বার হতে কোন পণ্য

    অফিসে আসে নাই। তাই আমি

    প্রথম আলোক 24 এর

    চট্টগ্রাম (বাঁশখালীর)

    একজন প্রতিনিধি হিসেবে নুরুল ইসলাম নামক ব্যাক্তির পক্ষপাতিত্ব হয়ে  ফেনী জেলার  প্রশাসনের কাছে ইকবাল হোসেন নামক প্রতারকের তদন্তপূর্বক  সুষ্ঠু বিচার চাই।এবং সকল তথ্য আহরণ করে প্রতারক ইকবাল হোসেন এর সঠিক তথ্য দৈনিক আলোকিত ৭১ সংবাদে

    জানানোর জন্য অনুরোধ রইল তদন্তের জন্য ইকবাল হোসেনের মায়ের এনআইডি কার্ড প্রদান করা হলো এবং মোহাম্মদ নূরুল ইসলাম প্রতারক  ইকবাল হোসেন  হতে এনআইডি কার্ড চাইলে ইকবাল বলে তার এনআইডি কার্ড আসে নাই সেহেতু তার মায়ের এনআইডি কার্ড প্রদান করেছে প্রতারক ইকবাল

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ