প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৮:৫০:১১ প্রিন্ট সংস্করণ
ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘন্টা বন্ধ পর নৌ পথ চলাচল স্বাভাবিক
বঙ্গের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সকল ফেরী চলাচল শুরু হয়েছে।
এর আগে সোমবার দিবাগত মধ্যরাত থেকে হালকা কুয়াশা শুরু হয়। অবশেষে ভোর ৬টায় এ নৌরুটের সকল প্রকার ফেরী চলাচল বন্ধ থাকে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এতে করে প্রায় সাড়ে ৩ ঘন্টা বন্ধ ছিল।
প্রতিনিনের মত ঘন কুয়াশার কারণে এক ফুট অদুরে দিকমার্ক সিগন্যাল না দেখার কারনে হুমরি খেয়ে-পড়েন ফেরী
মাষ্টাররা তাৎক্ষনিক ভাবে দূর্ঘটনা এড়াতে বিআইডবিউটিসি কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখেন।
মাওয়া বিআইডবিউটিসি মেরিন অফিসার মোঃ আহম্মেদ আলী জানান, কুয়াশার কারণে আজ ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৩ঘন্টা,ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৬ টি ফেরী দিয়ে পারাপার হচ্ছে। ঘাট এলাকায় ২শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষামান রয়েছে ।