• Uncategorized

    গলাচিপার সড়ক দূর্ঘোটনায় এক শিশু শিক্ষার্থী নিহত! চালক পলাতক!

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ১২:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা বাজারে ১৬ আগষ্ট রবিবার আনুমানিক বেলা সাড়ে দশটার সময় স্থানীয় বাসিন্দা প্রতিবন্ধী মোঃ আশ্রাফের ছেলে মোঃ আসাদুল (৮) সড়ক দূর্ঘোটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়।

    সরজমিনে গেলে জানাযায়, নিহত আসাদুল আমখোলা বাজারে যাওয়ার সময়ে রাস্তা পার হওয়ার সময়ে গলাচিপার হরিদেবপুর বাস স্ট্যান্ড থেকে পান বোঝাই একটি ব্যাটারি চালিত অটো মিশক চাপা দিলে ঘটনা স্থানেই মারা যায় শিশু শিক্ষার্থী আসাদুল।

    দূর্ঘোটনার সময়ে অটো মিশুক চালক আমতলী উপজেলার সেকান্দর এর ছেলে শাহিন স্থানীয়দের সহায়তায় পালিয়ে যায় বলে একাধিক সূত্রে যানা যায়। তবে অটো চালকের সুনির্দিষ্ট পরিচয় এখনো পাওয়া যায়নি।

    এদিকে স্কুল শিক্ষার্থী আসাদুলের অনাকাঙ্ক্ষিত মৃত্যর ঘটনায় আমখোলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষিকা মোসাঃ রাফেজা বেগম দুঃক্ষজনক ঘটনা প্রকাশ করেন বেপারোয়া গাড়ির ড্রাইভারের বিচারের দাবী জানান।

    স্কুল শিক্ষার্থী আসাদুলের মৃত্যুতে এলাকার আকাশ বাতাশ ভারী হয়ে শোকের বিরাজ করছে। ছেলের শোকে বার বার জ্ঞান হারাচ্ছে মা আসমা আক্তার।

    সড়ক দূর্ঘোটনায় স্কুল শিক্ষার্থী আসাদুলের নিহতের ঘটনায় গালাচিপা থানার ওসি মোঃ মনিরুল ইসাম বলেন, বিষয়টি নিয়ে আইনি পক্রিয়া ও তদন্ত চলছে। নিহতের লাশ পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

    মু,হেলাল আহম্মেদ(রিপন)
    ০১৭১৭৪০৭৮৪৭

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ