• Uncategorized

   “গরীবওয়ালা”-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:০২:৫০ প্রিন্ট সংস্করণ

   “গরীবওয়ালা”
  লেখকঃ শিহাব আহম্মেদ

  গরীব দুঃখীর বোবা কান্নায়
  হৃদয়ের গহীনে লাগে আঘাত।
  কনকনে ঠান্ডা  শীতের রাতে
  চারদিকে যে শুনি আর্তনাদ।

  গরীবের নাই বাড়ী নাই ঘর-
  নাই তো কোনো অন্ন বস্ত্র।
  এদের দুঃখ দেখে আমার-
  অন্তরে পাই যে ভীষণ কষ্ট।

  শহরের ধনীরা যখন দেখি
  কম্বল লেপের নিচে ঘুমায়।
  দৈন্য দুঃখীরা তখন বুঝি
  কেঁদে নিজ বুঁকটা ভাসায়।

  ধনীর সম্পদের কিছু টাকা
  গরীব দুঃখী যদি কিছু পেত
  তাদের সবাই করতো দোয়া-
  আর হইতো যে আনন্দিত।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ