প্রতিনিধি ৫ আগস্ট ২০২৩ , ১০:২৫:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ লিখন উদ্দীন-কুষ্টিয়া সদর প্রতিনিধি:
গতকল ০৪/০৮/২০২৩ রোজ শুক্রবার বিকেলে কুষ্টিয়া গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নৌকা থেকে পরে গিয়ে ডুবে যায় মোঃ শুভ পিতার নাম অজানা বাসা কুষ্টিয়া স্থানীয়।
গতকাল ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোজাখোজির পরও তাকে পায় না। তবে তাকে খোজার কাজ চলতেই থাকে।
অবশেষে আজ ০৫/০৮/২০২৩ রোজ শনিবার কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ড উত্তর মিলপাড়া গড়াই নদীতে বিকেলে তার মৃত্যু দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা পরে তার মৃত্যুদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এতে স্থানীয় বলেন প্রতি শুক্রবার সকাল থেকে অনেক জায়গা থেকে অনেকে নৌকা ভ্রমণে আসে এবং নৌকাতে অনেক সাউন্ডে গান বাজনা করে নদী পাড়ের মানুষ বিরক্ত বোধ করে। এমনকি নামাজের সময় ও তারা গান বাজনা বন্ধ করে না।
তারা বলেন প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি এসব নৌকা ভ্রমণের নামে এসব অশ্লীলতা এবং বেহায়াপনা বন্ধ করার দাবি জানাই।আজকে দুপুরে কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন আজ থেকে কুষ্টিয়া গড়াই নদীতে পিকনিকের নামে অশ্লীল নৌকা ভ্রমণ বন্ধ।