• Uncategorized

  খুলনা রূপসা ঘাটে ভাড়া বৃদ্ধি-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৬:৩৩:১৬ প্রিন্ট সংস্করণ

   

  নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:

  খুলনার পূর্ব রূপসা ঘাটে করোনা শুরু হওয়ার আগে যাত্রী পারাপারের ভাড়া নেওয়া হতো ০৩ টাকা, যাত্রী নেওয়া হতো ২৫ জন।  দুর্ভোগের কারনে ভাড়া নির্ধারণ হলো ০৫ টাকা আর যাত্রী নেওয়ার কথা ১৫ জন। কিন্তু  এখনো তারা ভাড়া ঠিক  ০৫ টাকা নিচ্ছে, যাত্রী নিচ্ছে ২৫ জন।

  ঠিক আগের মতোই এই বিষয় নিয়ে কেউ প্রতিবাদ করলে মাঝিদের দ্বারা তাকে অপমান অপদস্ত হতে হয় এমন কি হাতাহাতি হতেও দেখেছি। এবং টোল এর নামে ০১ টাকা করে চাঁদা আদায়ের নামেও চলে ভিন্ন রকম হয়রানি। প্রসাশনের কে দৃষ্টি আকর্ষণ করেছে এ বিষয় নিয়ে একটু খতিয়ে দেখার আহবান জানিয়েছেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ