• Uncategorized

  খুলনা মোংলা রেল ব্রীজের কাজ দ্রুত গতিতে চলছে 

    প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ১:০৯:৫১ প্রিন্ট সংস্করণ

  মোঃ নুরুজ্জামান-বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ 

  খুলনা মোংলা রেল ব্রীজে এল এন্ড টি কাজ দ্রুতো গতিতে চলছে এল এন্ড টি কমকর্তা দের  সাথে কথা বলে জনা যায়।

  রেল ব্রীজের কাজ প্রায় ৩ বছর চলছে। এখনো পযন্ত ব্রীজ শেষ করতে পারে নাই। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে দ্রুতো গতিতে কাজ শুরু হয়। নদীর ভিতরে কাজ চলছে।

  প্লিয়ারের কাজ প্রায় ক্লিয়ার। গাডার সব উঠে গেছে শুধু নদীর ভিতরে কাজ হয়ে গেলে ব্রীজের কাজ শেষ হবে। এল এন্ড টি এর কমকর্তা রা জানালো ২০২১ সালের নভেম্বর মাসের লাষ্টের দিকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ড ওবার করবে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ