• Uncategorized

  খুলনায় মহানগর যুবলীগের উদ্যোগে নজরকাড়ছে এক ব্যাতিক্রমি দেওয়াল চিত্র 

    প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৭:০৫:১১ প্রিন্ট সংস্করণ

  মোঃ আমিরুল ইসলাম পিয়াল-খুলনা জেলা প্রতিনিধিঃ

  ১৫ আগস্ট শহীদদের নিয়ে ব্যতিক্রমী দেওয়ালচিত্র নজর কাড়ছে খুলনার মানুষের। নগরীর শিববাড়ি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশে রেলওয়ের দেওয়ালে আঁকা হয়েছে এসব চিত্র।

  সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বড় আকৃতির ছবি ও পরিচয় তুলে ধরা হয়েছে। পৃথক আরেকটি অংশে তুলে ধরা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন প্রতিকৃতি। খুলনা মহানগর যুবলীগ এ উদ্যোগ নিয়েছে।

  জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এসব দেওয়ালচিত্র স্থাপন করা হয়। এতে রংতুলির পাশাপাশি ডিজিটাল প্যানাফ্লেপের সাহায্য নেওয়া হয়েছে। ১৫ আগস্ট দেওয়ালচিত্রগুলো উন্মুক্ত করা হয়। এরপর থেকে আগ্রহভরে এসব দেখছে মানুষ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ