• Uncategorized

    খুলনার শিববাড়ী মোড়ে “দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ”এর মানববন্ধন

      প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ৩:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ আমিরুল ইসলাম পিয়াল
    খুলনা জেলা প্রতিনিধিঃ

    আজ করোনা রুগীদের সূরক্ষা এবং সুচিকিৎসার জন্য ৫ দফা দাবীতে খুলনার শিববাড়ী মোড়ে “দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ” ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ৫ দফা দাবীঃ

    ১)খুলনা মেডিকেলে দ্রুত লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করন।
    ২) হাই ফ্লো নেজাল ক্যানেল সেবা নিশ্চিত করন।
    ৩) পর্যাপ্ত করোনা রুগীর সুচিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল ও I.C.U শয্যা, সাধারণ শয্যা সংখ্যা বৃদ্ধি করন।
    ৪) ডাক্তার, নার্স, স্বাস্হ্য কর্মি সংকট সমস্যা নিরসন।
    ৫) পি.সি.আর ল্যাব বাড়ানোর মাধ্যমে করোনা নমুনা শনাক্ত সংখ্যা বৃদ্ধি করন।

    এসময় দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি সালেহ উদ্দিন সবুজ, দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবী জনগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ