প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৩:০২:৩৬ প্রিন্ট সংস্করণ
খানকায়ে কাসেমীর উদ্যোগে বাহরুল উলূম মাদরাসায় মাসিক ইসলাহী জোড়
শরীয়তপুর জাজিরায় খানকায়ে কাসেমীর উদ্যোগে বাহরুল উলূম মাদরাসায় মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে। আগামী শনিবার ৬ ফেব্রুয়ারী ২১ বাহরুল উলূম মাদরাসা আয়োজনে বাদ আসর_এশা উপজেলার আঃ কাদির মিনার কান্দী নাওডোবা বাহরুল উলূম মিলনায়তনে আল্লামা নূর হোসাইন রহ:এর সুযোগ্য খলীফা পীরে কামেল আল্লামা বশীর আহমদ দা:বা: মুতাওয়াল্লী:খানকায়ে কাসেমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে কামেল আল্লামা উবায়দুল্লা ফারুক কাসেমী শাইখুল হাদীস বারিধারা মাদরাসা ঢাকা সার্বিক সহযোগিতায় বাহরুল উলূম মাদরাসার সভাপতি হাজী ইসহাক মিনা।