প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ১০:৩৪:২৩ প্রিন্ট সংস্করণ
“ক্ষণিকের অতিথি
লেখক ও কবি শিহাব অাহম্মেদ প্রাং
মুসাফির বেশে এলে
সুন্দর এই ভবে,
আবার ছেড়ে যাবে
জানো তুমি কবে?
ধরনীর মোহে মুগ্ধ হয়ে
করলা তুমি কত পাপ,
পাপ হতে মুক্তি পেতে
প্রভুর কাছে চাও মাফ।
ইচ্ছায় অনিচ্ছায় শত নিয়ম
করেছো তুমি বন্ধু কত ভঙ্গ,
সত্যের পথে জীবনের রথে
তাই তো শুধু দিতে চাই সঙ্গ।
সত্যের সন্ধানে নীতির বন্ধনে
জীবন করবো পার হোক পন,
ত্যাগের পরে চূড়ান্ত স্বর্গলোকে
আল্লাহর ক্ষমায় সবার ঠাঁই হন।
মিছেমায়া জীবনে প্রতিটি ক্ষণে
করোনায় বুঝাইছে সবার মনে।
থাকতে সময় আল্লাহকে জপো,
কুদরতি কদমে নিজেকে সপো।