প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ১০:৪৬:০২ প্রিন্ট সংস্করণ
কোভিড-১৯ ছোবল
লেখক ও কবি শিহাব অাহম্মেদ প্রাং
করোনার তান্ডবে জাতি আজ দিশেহারা
এ শহরের অলিতে গলিতে শোকের ছায়া!
মৃত্যুর মিছিলে যেনো উত্তাল এ ভব ধরনী,
হৃদপিণ্ডের কোষগুলিতে যে ধুক ধুক ধ্বণি।
করোনার ভয়াল ছোবলে নিঃস্ব যে জীবন
মৃত্যু ভয়ে বুকের সীমানায় বিধিছে শিকল!
দুশ্চিন্তায় শুকিয়ে যাচ্ছে মস্তিষ্কের স্নায়ুকলা,
পিত্তথলি জ্বলেপুড়ে ছাই মিছেসব মায়াকলা।
কারো হৃদগলিতে জুটেনা রে কারো ভবঠাঁই
লকডাউনের ফাঁকে সময় যে কাটেনা ভাই।
মৃত্যুপুরিতে ভেসে যাচ্ছে যেনো শহর বন্দর
কোথাও শান্তি নাই সুখ খুঁজে যে সব নগর।
অশান্তি বুকের জমিন ফেটে ফেটে চৌচির
করোনার আতঙ্কে হৃদয় যে কম্পনে অস্থির।
দরজার বাহির বের হওয়া মনে কী-যে ভয়,