প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ৬:০৮:২২ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ায় জুয়াড়ীদের হামলায় পিতা পুত্র আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শপাড়ায়।
স্থানীয়রা জানান, খাজানগর আয়ুব আলীর আলী মিস্টারের সাথে প্রতি বেশী কাশেমের ছেলে রাজুর সাথে বিদ্যুৎ এর তার সরানো নিয়ে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে জুয়াড়ি রাজু, লাবলুসহ ২/৪ জন হামলা চালায়।
হামলাকারীরা মিস্টারকে মারপিট করতে থাকে। এসময় মিস্টারের বাবা ছেলেকে রক্ষা করতে এলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এতে মিস্টার (৩৮) ও তার পিতা আয়ুব আলী (৭০) মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।