প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ৯:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ
মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে শহীদ সৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (২৬ মার্চ) সকালে বিএনপির নেতারা এ শ্রদ্ধা জানান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, অঙ্গসংগঠনের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে কালেক্টরেট চত্তরের শহীদ সৃতিস্তম্ভে জড়ো হন। এ সময় তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এবং অন্যান্য স্লোগান দেন। প্রায় ১৬ বছর পর নির্বিঘ্নে স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০১৯ সালে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে পুলিশের হামলার শিকার হন বিএনপির নেতৃবৃন্দ। এতে তৎকালীন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজু সহ ১০ নেতাকর্মীদের আটক করে পুলিশ। এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল জেলে থাকা অবস্থায় ইন্তেকাল করেন এমএ শামীম আরজু।