• আমার দেশ

    কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় চিত্র সাংবাদিক ইমরান আহত

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ সংগ্রহকালে চিত্র সংবাদিক ইমরান হোসেনর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সেই সাথে তার কাছে থাকা প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা ও মাইক্রোফোন নিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, চিত্র সাংবাদিক ইমরান হোসেন গতকাল সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া পৌরসভাস্থ ফুলতলা প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র ও তার দাদী মৃত্যুর ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় এবং ফেসবুক পেজে লাইভ চলাকালে কুষ্টিয়া পৌরসভার কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরো ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখমের করে। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও ইমরান হোসেনের থাকা অফিসের প্যানাসনিক পিভি-১০০ মডেলের ভিডিও ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। এরপর বাংলা টিভির ক্যামেরা পার্সন আলিম সহ অনান্য সাংবাদিকরা আমাকে উদ্ধার করে। এরপর আহত ইমরান হোসেনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও মাইক্রোফোনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে লিখিত এজাহারে জানানো হয়। খোঁজ নিয়ে আরও জানা যায়, রকি এবং আরিফুল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দখলবাজ ও চাঁদাবাজ মীর রেজাউল ইসলাম মেছো বাবুর সহযোগি হিসাবে কাজ করতেন। এদিকে কাউন্সিলর মীর রেজাউল ইসলাম পালিয়ে যাওয়ার পর তার দুই সহযোগী রকি এবং আরিফুল স্থানীয় বিএনপি নেতার সাথে চলাফেরা শুরু করে এবং এলাকায় আগের মতই সন্ত্রাসী কর্মকান্ড সহ মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, আমরা লিখিত এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে। জানতে চাইলে কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি মামলা নেওয়ার জন্য বলে দিয়েছি। ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি। এদিকে রাত ১১ টার দিকে জানা যায় এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ইমরান হোসেনের দায়ের করা মামলাটি রুজু হয়েছে এবং দায়িত্বে অবহেলার দায়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে ক্লোজ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ