প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৩:১৮:৩৮ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় যত্রতত্র পলিথিনের ব্যবহার রোধে জেলা প্রশাসন পলিথিন বিরোধী অভিযান শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে সতর্ক করা সহ প্রচার প্রচারণা শেষে মঙ্গলবার দুপুর থেকে পলিথিন বিরোধী অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। এরই ধারাবাহিকতায়, কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে নগরীর চকবাজার এলাকার ঢাকা স্টোরে অভিযান চালিয়ে ১হাজার ১২ কেজি বিভিন্ন আকারের পলিথিন জব্দ করা হয়। এসময় বিভিন্ন নামিদামি কোম্পানির নকল পলিপ্যাক ও মোড়কও আটক করা হয়। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তর ও আনসার সদস্যগন সহযোগিতা করেন।আটককৃত পলিথিন গুলো জব্দ করে পরিবেশ অধিদপ্তরে সংরক্ষণ করা হয়। একই সাথে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ঢাকা স্টোর কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেয়া জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফখরুদ্দিন চৌধুরী জানান, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করতে ব্যবসায়ী ও জনগণকে প্রাথমিক ভাবে সচেতন করা হয়েছে। এখন থেকে নিয়মিত পরিবেশ রক্ষায় পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।