প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ১১:৫৩:৫৩ প্রিন্ট সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লরির চাপায় একজন রিক্সাচালক নিহত।
বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, চট্টগ্রামগামী একটি লরি বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত রিক্সাটি উদ্ধার করে এবং নিহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।