• Uncategorized

    কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২০ , ১:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্স প্রতিনিধি:

    কুমিল্লার বরুড়া উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় শিলমুড়ী (উঃ) ইউনিয়ন জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে জহিরুল ইসলাম ও রানা চা খাওয়ার জন্য দাঁড়ায়। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার উপর লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে।

    স্থানীয়রা ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম ও তার সঙ্গী রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জহিরুল ইসলাম জিনসার গ্রামের মৃতঃ আবদুল মালেকের ছেলে, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন।

    তার সঙ্গী আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে। পুলিশ জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুজন কে আটক করেছে বলে জানা গেছে। কি কারনে হত্যাকান্ড সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নিহতের স্বজনরা জানান স্থানীয় আজাদ মিয়ার ছেলে মাসুদের সাথে তার দ্বন্দ্ব রয়েছে।

    এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ