• Uncategorized

    কুমিল্লায় মানববন্ধণে “ফাঁসি বা ক্রসফায়ার নয় ধর্ষকের পুরুষাঙ্গ কর্তনের দাবী”

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:২৪:৪৫ প্রিন্ট সংস্করণ

     

    সাগর দেব নাথ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

    সোমবার বিকাল ৪ টায় কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লার সর্বস্তরের জনগণ দেশের ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ মানব বন্ধণ করেন। “মানব বন্ধনে বক্তরা বলেন, ক্রসফায়ার বা ফাঁসি দৃষ্টান্তমূলক শাস্তি নয়।

    ওদের পুরুষাঙ্গ কেটে সারাজীবন বাঁচিয়ে রাখা উচিৎ। সব ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দেয়া হোক।এবং পুরো জাতীকে ধর্ষকের চেহারা চিনিয়ে দেয়া হোক। এরপরই হয়তো দেশের নারীরা নিরাপদ থাকবে এবং ধর্ষণ বন্ধ হবে।”

    এই সময় উপস্থিত ছিলেন, আমারা কুমিল্লার সন্তান এর সভাপতি আব্দুল হান্নান, জনান্তিক নাট্য সম্প্রদায় কুমিল্লার প্রচার সম্পাদক ওমর ফারুক হৃদয়, উসষী পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক এ কিউ আশিক, অধুনা থিয়েটার কুমিল্লার নাট্য কর্মী শরিফুল ইসলাম হাসিবসহ কুমিল্লার বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনগন।

    মানব বন্ধনে সঞ্চালনা করেন, ভলেন্টিয়ার ফর আর্থ এর সভাপতি সুমন সালাউদ্দীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ