প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৩:৪১:০৭ প্রিন্ট সংস্করণ
সাগর দেব নাথ-বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃ
রবিবার ১নভেম্বর বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ০১ নভেম্বর ২০২০ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময়ে উক্ত মাদক ব্যবসায়ীর দখল হতে ২,৮৩৫ (দুই হাজার আটশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো পাবনা জেলার আমিনপুর থানার আহমেদপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী শেখ এর ছেলে মোঃ আল আমিন শেখ (৩১)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।