প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ১০:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ
সাগর দেব নাথ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়নামতিতে বিভিন্ন পাড়া-মহল্লায়,স্থায়ী কিংবা অস্থায়ী অনেক পূজা মণ্ডপ তৈরি হয়েছে।
আসন্ন দুর্গো উৎসব উপলক্ষে অাজ(শনিবার) বিকেলে শ্রী শ্রী ময়নামতি কালী মন্দিরের উদ্যেগে স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মন্দির কমিটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,ডা.স্বপন দেব নাথ(সহ সভাপতি),তপন দেব নাথ (সহ সভাপতি),এডভোকেট কিংকর দেব নাথ (সাধারণ সম্পাদক),ডা.নিহার রঞ্জন দেব নাথ,রতন দেব নাথ(সহকারি সেক্রেটারি),প্রদীপ দেব নাথ,কৃষ্ণ দেব নাথ,অমল দও প্রমুখ।
এসময় কমিটি বর্গরা সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন।
মতমিনিময় কালে সহ সভাপতি, ডা.স্বপন দেব নাথ সাংবাদিকদের জানান করোনা ভাইরাসের কারনে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে এই বছর দুর্ঘাপূজার আয়োজন করেছে।
সাধারণ সম্পাদক, এডভোকেট কিংকর দেব নাথ বলেন,মা দুর্ঘার কাছে বিশ্ববাসীকে করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।মায়ের কৃপায় করোনা মুক্ত হবে বিশ্ববাসী।