• Uncategorized

    কুমিল্লায় তোকির ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩৩:২৭ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানা ৭নং পশ্চিম বাংঙ্গরা ইউনিয়ন ধনপতিখোলা গ্রামের কৃষি শ্রমিক তৌকির ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারী বাগেরহাটের দাগী খুনি সন্ত্রাসী নাস্তিক বায়েজিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ৭নং পশ্চিম বাংঙ্গরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন খলিল মেম্বার, আলমগীর সরকার, এমদাদুল হক শামীম, আলী আকবর, ইমন সরকার, ভূইয়া রাজীব, জাহানারা হক, পাপিয়া সরকার, ধনু মিয়া মুহুরি এছাড়া বক্তব্য রাখেন করিম হাওলাদার।

    মানববন্ধনে ধনপতিখোলা এলাকাবাসী কচুয়া বাগেরহাটের খুনি সন্ত্রাসী দাগী ক্রিমিনাল নাস্তিক বায়েজিদের সকল অপকর্ম গুলো তুলে ধরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবি করেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন ভুক্তভোগী তৌফিক ইসলাম বাবু জন্মের পর থেকেই বাবা মা থেকেও এতিমের মতো অবহেলায় মানুষ হয়। মানুষের জমি জমায় কাজ করে জীবীকা নির্বাহ করতেন এই বাবু। এলাকাবাসী মানববন্ধনে চোখের জ্বলে বাবুর কষ্টের জীবনকাহিনী তুলে ধরেন। মানবন্ধনে এলাকাবাসী আরও বলেন, এমন হত্যার উদ্দেশ্যে হামলা ধনপতি খোলা গ্রামের কখনো ঘটেনি, এবং এমন ঘটনা ভবিষ্যতে আমরা আর দেখতেও চাই না। মানববন্ধনে বক্তারা আরও বলেন সন্ত্রাসী বায়েজিদ এলাকায় পিস্তল দেখিয়ে।

    লোকজনকে বিভিন্ন সময় ভয়বৃত্তি দেখাইতেন যদিও সন্ত্রাসী বায়েজিদ কে গ্রেফতারের সময় পিস্তল টি উদ্ধার করতে পারেননি পুলিশ প্রশাসন। তবে হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। সন্ত্রাসী বায়েজিদ এর স্ত্রী বাঙ্গরা বাজার থানা পুলিশ প্রশাসন কে জানান পিস্তল টি জমা দিয়েছেন প্রশাসনের নিকট, তবে বায়েজিদের স্ত্রী পিস্তলটি জমা দেওয়ার কোন ডকুমেন্টস দেখাতে পারেনি বাঙ্গরা বাজার থানা পুলিশ প্রশাসনকে।

    মানববন্ধনে এলাকাবাসী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কচুয়া বাগেরহাটের দাগী ক্রিমিনাল নাস্তিক বায়েজিদকে রিমান্ডে এনে পিস্তলটি উদ্ধার করার জোর দাবি জানান এবং খুনি সন্ত্রাসী বায়েজিদ এর কঠুর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন। সন্ত্রাসী বায়েজিদ বিভিন্ন ভাবে নানাহ মানুষকে প্রতারনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংক সিনিয়র কর্মকর্তা,ট্রাভেল এর কর্মকর্তা বলে পরিচয় দিতেন এবং কাউকে বিদেশে পাঠাবে, কাউকে ব্যাংকে চাকুরি দিয়ে দিবে বলে প্রতারনার ফাদে ফেলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরাও প্রশাসনের দারস্থ হবার প্রস্তুতি নিবে বলে প্রকাশ করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ