• খুলনা বিভাগ

    কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ জন আহত

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    ঝিনাইদহের শৈলকূপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় ২ স্কুলছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইবি ক্যাম্পাস এলাকায় প্রথম দফায় এবং বিকেলে ক্যাম্পাসস্থ শেখপাড়া বাজারে দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটে।

    এ ঘটনায় উপজেলার পদমদী গ্রামের আনিসুর রহমানের ছেলে আবদুর রহমান সুমন ও শ্রীরামপুর গ্রামের গোল্ডেনের ছেলে মোহা. রাতুল আহত হয়। হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ সিজান ও সাকিবুল ইসলাম আলিফ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আম বাগানে তাদের কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় শেখপাড়া বাজারের সদর গলিতে কিশোর গ্যাংয়ের সদস্য সিজান ও আলিফ স্কুলছাত্র সুমন ও রাতুলকে ছুরিকাঘাত করে। এতে তারা রক্তাক্ত হয়।

    শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ