প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জে ছেলে হত্যার বিচার চেয়ে মা-বাবা কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র ফারহান মাসুদ বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে শহরের আখড়াবাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত বিজয়ের বাবা-মা সহ স্বজনেরা। তারা এ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। স্বজনদের অভিযোগ, পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা করছে না।
পূর্ব বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর সন্ধ্যায় শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ফারহান মাসুদ বিজয়। নিহত ফারহান নগুয়া প্রথম মোড় এলাকার আবদুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৮ জনের নামে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।