প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- কালের মৃত্যুঞ্জয়ী তুমি
লেখকঃ শিহাব আহম্মেদ
তোমায় একদিন সবাই ভুলে যাবে ঠিকই
রাতের তারা সকাল হলে হারিয়ে যায় যেমনি!
অমাবস্যার জোছনায় অনাকাঙ্খিত ঘটনা
বহুকাল ধরে খুব নিরাপদ দূরত্বেই থাকবে।
সবটুকু সাথে নিয়ে নিলামে তুলে দিবে তোমায়
হৃদয়ের কারাগারে যেনো সহস্র বছরের কারাদণ্ড।
মাঝে মাঝে তোমার কথা ভেবে রাত্রি বড় দীর্ঘ হবে
এইভাবে যাবে দিনের পর দিন কালের পর কাল।
তোমার সাথে বন্ধু আর কোনদিন দেখা হবেনা
তবুও তোমাকে পেতে হৃদয়ে তীব্র ইচ্ছে করে!
তুমি চলে গেলে আর কেউ লিখবে না কবিতা
শব্দের লুকোচুরিতে তোমার জায়গা হবেনা।
হয়তো তোমার ভালো কর্ম কথা কহিয়া উঠিবে
কারো কারো হৃদয়ে হয়তোবা উকিঁ দিয়ে যাবে!
কিন্তু এ ধরাধামে তোমার পদচিহ্ন আঁকা হবেনা,
আকাশের মালিকের জেলে বন্ধি থাকবে হয়তো।
আবার মালিকের ইচ্ছায় সুখের সাগরে ভাসিঁবে
স্বর্গ নরকের মাঝখানে আরাফে থাকবে হয়তো!
আরশে আজিমের মালিকের ইচ্ছায় সব যেথায়,
তুমি অবশ্যই সেথায় অবস্থান করিবে মৃত্যুঞ্জয়ী।