• Uncategorized

    কালীগঞ্জের পৌর পিতা নৌকার প্রার্থী আশরাফুল আলম আশরাফ

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২১ , ৪:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    কালীগঞ্জের পৌর পিতা নৌকার প্রার্থী আশরাফুল আলম আশরাফ।

    ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন আজ রোববার (২৮ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতিকের আশরাফুল আলম আশরাফ-১৯৩২৭,ধানের শিষ-৩০৭৪,নারকেল গাছ-২৮১৬,হাতপাখা-১৪৭১ ভোট পেয়েছে। বেসরকারি ভাবে আশরাফুল আলম আশরাফ মেয়র নির্বাচিত হয়েছেন।
    আপরদিনেক কাউন্সিলয় নির্বাচিত হয়েছেন (ওয়ার্ড ভিত্তিক) ১-রাসেদুল হক রিগান,২-রুবেল,৩-রনি,৪-সাজু,৫-মনরুজ্জামান রিংকু,৬-লিটন.৭-মুক্তার,৮-মেহেদী হাসান সজল।
    পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মাঠে ছিল । ২১ টি কেন্দ্রে ১৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে থাকেন। কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৫ শত ৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৪০০ জন এবং মহিলা ২০ হাজার ১শত ৭৭ জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ