প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:২৩:১১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ কষ্ট
লেখকঃ শিহাব আহম্মেদ
এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে,
যেন কান্নার কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি,
আমি ভুল করে আঁকি ব্যাথার ছবিটা।
পাবো হায় সুখের দেখা কি,
নিঃসঙ্গ এই আমি একা কি।
কেউ জানে কি,কেউ জানে কি,
কতটাই আমি,আজ একা কি!
কি ঝড়ে পরেছি,একাকি মরেছি,
গিয়েছি ভেঙ্গেচুরে,পৃথিবী জানে না।
হৃদয় ও মানে না,হয়েছি ভব ঘুরে।
পাবো হায়,সুখের দেখা কি
নিঃসঙ্গ এই আমি একা কি।
চিতারই মত যে বুকেরই ক্ষত যে,
কেবলই জ্বলেপুড়ে যে ছিল আমারি।
সে হোল ফেরারি হারলো বহু দূরে।