• আবহাওয়া

    কলাপাড়ায় ঘূর্নিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ১০:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহমেদ-স্টাফ রিপোর্টার:

    অদ্য ৩রা এপ্রিল সোমবার বিকাল ৩ টার সময় নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারীভাবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আরআর প্রজেক্ট কলাপাড়া এর আয়োজনে এ মহড়া অনুষ্টিত হয়।

    এসময় সভায় উপস্থিত ছিলেন বাবুল মিঞা চেয়ারম্যান নীলগঞ্জ পরিষদ এর সভাপতিত্বে মহড়া অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপক কুমার দাশ প্রজেক্ট কো অর্ডিনেটর গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসাহিকো ইয়োদা প্রজেক্ট ম্যানেজার গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া, আসাদুজ্জামান খান সহকারী পরিচালক- সিপিপি কলাপাড়া, মো: সোরাফ সিপিপি ইউনিয়ন টিমলিডার নীলগঞ্জ, ইভান মাতুব্বর সিপিপি ডেপুটি টিমলিডার প্রমুখ।

    উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন, রাজীব বিশ্বাস প্রোগাম ম্যানেজার গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া। অফিস সুএে জানা যায় উপকুলীয় এলাকায় এই দুর্যোগ প্রবন মাসে জনগনকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ মহড়ার আয়োজন করা হয় বলে জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ