• Uncategorized

  “কলঙ্ক ভরা জিন্দেগি”-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৩৩:১৪ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ-কলঙ্ক ভরা জিন্দেগি……..
  লেখকঃ শিহাব আহম্মেদ

  ফেলে যাবো সবাই উড়ন্ত ঘুড়ির মত নিজের
  সকল অর্কিড ইতিহাসের বেহিসেবি ইচ্ছেগুলো!

  ছেড়ে যাবো সবাই নক্ষত্রের নীলাভ রাত্রিগুলো
  সাথে করে নিয়ে যাবো জীবনের দুর্গন্ধময় কর্ম!

  দেখো বন্ধু একদিন ছেড়ে যাবো সবাই
  এই মমতায় ভরা বাঁকা পথের স্বপ্নস্মৃতি!

  ছেড়ে যাবো একদিন চেনা চেনা মানুষগুলো
  সাথে করে নিয়ে যাবো এক পাপের ইতিহাস!

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ