• Uncategorized

    কর্মের পরিণাম -লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃকর্মের পরিণাম
    লেখকঃ শিহাব আহম্মেদ

    এই জমানার মানুষগুলো
    টাকার নেশায় পেরেশান,
    নিজের স্বার্থ সাধন করে
    কেড়ে নেয়  তাজা প্রাণ।

    পরিণাম যে সবাই জানে
    একদা পেতে হবে প্রতিদান!
    বুঝে শুনেই অপকর্ম করে,
    ধরে সবাই নানা রকম ভান।

    ছলচাতুরী যতই করো যে
    একদা হবে তার অবসান!
    কয়দিন বাঁচবে এই ধরায়
    আসবেই ধেয়ে মহাপ্রয়াণ।

    চিরকাল রবে না কেউ ভবে
    হউক না সে যত পালোয়ান,
    আঁধারে ডুবে মিনতি করবে
    স্বর্গ থেকে একটু নূর আনো।

    যত আবেদন নিবেদন
    নামঞ্জুর করবে মহীয়ান,
    জগতের কর্ম বুঝো মর্ম
    আমরণ চলবে বলিদান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ